Skip to content

হার্নিয়া সেন্টার বাংলাদেশ

হার্নিয়া ও এবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন

এই ওয়েবসাইটের মাধ্যমে হার্নিয়া কি, এর প্রকারভেদ, উপসর্গ, অপারেশন পদ্ধতি, হার্নিয়া সেন্টার বাংলাদেশ ও এর সার্জনদের সাথে পরিচিত হতে পারবেন। কোন অপারেশনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারবেন।

হার্নিয়া সেন্টার বাংলাদেশ

আমাদের সেন্টারের সার্জন ও চিকিৎসক সমন্বিত দলটি হার্নিয়া রোগে বিশেষভাবে অভিজ্ঞ এবং সেন্টারটি শুধুমাত্র হার্নিয়া রোগের চিকিৎসা, অপারেশন ও গবেষনা করে থাকে।

সার্জন ও চিকিৎসকবৃন্দ

আমাদের হার্নিয়া সার্জনরা এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জারিতে দক্ষ ও উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত এবং সর্বাধুনিক পদ্ধতি ও আন্তর্জাতিক গাইডলাইন অনুসরন করে সকল প্রকার হার্নিয়ার চিকিৎসা ও অপারেশন করে থাকেন।

সিরিয়াল / এপয়েন্টমেন্ট