
চিকিৎসার খরচ / প্যাকেজ
যেসব অপারেশন সাধারনত বেশী হয়ে থাকে, সেগুলোর মূল্যতালিকা বা প্যাকেজ নীচে দেয়া হল। এখানে প্রদর্শিত মূল্য বা প্যাকেজ বিভিন্ন কারনে পরিবর্তিত হতে পারে যেমন রোগীর শারীরিক অবস্থা, হার্য়িনার ধরন, মেস (Mesh) এর সাইজ, অন্যান্য যন্ত্রপাতি ইত্যাদি। তাই কোন অপারেশনে যাওয়ার আগে সার্জনের সাথে দেখা করে আপনার হার্নিয়ার জন্য কত খরচ হতে পারে তা জেনে নেয়ার পরামর্শ দেয়া হল। যেসব অপারেশনের মূল্য এখানে দেয়া নেই সেগুলোর জন্য আমাদেরকে ইমেইল (admin@herniacentrebd.com) বা হোয়াটসএ্যপ (০১৭৩০২৫৯৪১১) করতে পারেন করতে পারেন।
ডাক্তারের ভিজিট

চেম্বারে সরাসরি
প্রথম সাক্ষাত: ১০০০ টাকা
রিপোর্ট দেখানো: ফিস নেই
দ্বিতীয় সাক্ষাত: ৬০০ টাকা (৩ মাস পর্যন্ত)
ড্রেসিং চার্জ: ৫০০ টাকা
(ভিজিট দিতে কষ্ট হলে ডাক্তারকে বলুন)

অনলাইনে / ভিডিও কলে
প্রথম সাক্ষাত: ৮০০ টাকা
রিপোর্ট দেখানো: ফিস নেই
দ্বিতীয় সাক্ষাত: ৫০০ টাকা (৩ মাস পর্যন্ত)
(ভিজিট দিতে কষ্ট হলে ডাক্তারকে বলুন)
অপারেশনের প্যাকেজ / খরচ
ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার (ওপেন)
৩৫,০০০ টাকা হতে ৭০,০০০ টাকা
সর্বনিম্ন প্যাকেজ মূল্য আনুমানিক ৩৫,০০০ টাকা। অন্যান্য প্যাকেজও রয়েছে এবং সর্ব্বোচ্চ প্যাকেজ মূল্য আনুমানিক ৭০,০০০ টাকা।
এটি একদিনের প্যাকেজ। এক দিন পর রোগীকে ছুটি দেয়া হয়। কোন কম্লিকেশন বা জটিলতার কারনে যদি এক দিনের বেশী থাকতে হয় তাহলে খরচ বাড়বে।
ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার (ল্যাপারোস্কোপিক)
৫০,০০০ টাকা হতে ৯৫,০০০ টাকা
সর্বনিম্ন প্যাকেজ মূল্য আনুমানিক ৫০,০০০ টাকা। অন্যান্য প্যাকেজও রয়েছে এবং সর্ব্বোচ্চ প্যাকেজ মূল্য আনুমানিক ৯৫,০০০ টাকা।
এটি দুই দিনের প্যাকেজ। কোন কম্লিকেশন বা জটিলতা তৈরি হলে খরচ বাড়বে।
ইনসিশনাল / আমবিলিকাল হার্নিয়া রিপেয়ার (ছোট হার্নিয়া, ওপেন)
৫০,০০০ টাকা হতে ৯০,০০০ টাকা
সর্বনিম্ন প্যাকেজ মূল্য আনুমানিক ৫০,০০০ টাকা। অন্যান্য প্যাকেজও রয়েছে এবং সর্ব্বোচ্চ প্যাকেজ মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা।
এটি দুইদিনের প্যাকেজ। কোন কম্লিকেশন বা জটিলতা তৈরি হলে খরচ বাড়বে।
ইনসিশনাল / আমবিলিকাল হার্নিয়া রিপেয়ার (ছোট হার্নিয়া,
ল্যাপারোস্কোপিক রিপেয়ার)
৯০,০০০ টাকা হতে ১,৬০,০০০ টাকা
সর্বনিম্ন প্যাকেজ মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা। অন্যান্য প্যাকেজও রয়েছে এবং সর্ব্বোচ্চ প্যাকেজ মূল্য আনুমানিক ১,৬০,০০০ টাকা। (IPOM plus repair অপারেশনের জন্য অতিরিক্ত ৫৫,০০০ টাকা লাগবে মেস ও ট্যাকারের জন্য)।
এটি দুইদিনের প্যাকেজ। কোন কম্লিকেশন বা জটিলতা তৈরি হলে খরচ বাড়বে।
ইনসিশনাল / আমবিলিকাল হার্নিয়া রিপেয়ার (বড় হার্নিয়া)
হার্নিয়ার অবস্থান ও সাইজের উপর নির্ভরশীল
সার্জনের সাথে কনসালটেশনের পর প্যাকেজ মূল্য নির্ধারন করা যাবে, কারন হার্নিয়ার অবস্থান ও সাইজের উপর প্যাকেজ নির্ভর করবে।
বিশেষ দ্রষ্টব্য
- এগুলো আনুমানিক মূল্য। প্রত্যেক রোগীর শারীরিক গঠন ও হার্নিয়া আলাদা আলাদা। তাই সার্জনের সাথে কনসালটেশনের পর, অপারেশেনের ধরন অনুসারে, প্যাকেজের চুড়ান্ত মূল্য নির্ধারন করা হয়।
- রোগীকে হাসপাতাল হতে ছুটি দেয়ার সময় যেই বিল দেয়া হবে সেটাই চুড়ান্ত বিল। সাধারনত এই বিল এবং প্যাকজ মূল্য প্রায় কাছাকাছি হয়ে থাকে।
- তবে কিছু কিছু কারনে বিল বাড়তে পারে। কোন কম্লিকেশন বা জটিলতার কারনে যদি বেশী সময় রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হয় তাহলে খরচ বাড়বে।
- প্যাকেজের খরচ সাধারনত যেসব বিষয়ের উপর নির্ভর করে- রুমের ভাড়া (ওয়ার্ড, নরমাল কেবিন, এসি কেবিন, ভিআইপি কেবিন ইত্যাদি), মেস (Mesh) এর প্রকার ও সাইজ, ট্যাকার ও অন্যান্য যন্ত্রপাতি, এনেসথেসিয়ার ধরন ইত্যাদি।
- সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। সার্জনের সাথে সরাসরি দেখা করে আপনার আর্থিক অসুবিধার ব্যাপারে আলোচনা করুন।