হার্নিয়া সার্জন
ডা. শোভন সাঈদ
এফসিপিএস (সার্জারি)
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য)
BMDC A48458
সিনিয়র কনসালটেন্ট (সার্জারি)
এন্ডো-ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জন
ফেলো অফ আমেরিকান কলেজ অফ সার্জনস্ (এফ.এ.সি.এস), যুক্তরাষ্ট্র।
এ.পি.এইচ.এস হার্নিয়া এসেনসিয়াল কোর্স, এশিয়া প্যাসিফিক হার্নিয়া সোসাইটি।
ডিপ্লোমা ইন মিনিমাল একসেস সার্জারি (হার্নিয়া সার্জারি), ইন্ডিয়া।
এন্ডো-ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিতে দক্ষ
ডেডিকেটড হার্নিয়া সার্জন
সময় নিয়ে রোগীদের সমস্যার কথা শোনেন
সর্বশেষ কয়েকটি গবেষনা মতে, যে সকল সেন্টার শুধুমাত্র হার্নিয়া নিয়ে কাজ করে, তাদের অপারেশনের মান ও ফলাফল অন্যদের তুলনায় ভালো। তাছাড়া অপারেশনের পর দ্রুত সময়ে সুস্থ্য হওয়া ও পরবর্তীতে আর হার্নিয়া না হওয়ার বিষয়গুলোতেও স্পেশালাইজড্ হার্নিয়া সেন্টারের সাফল্য বেশি। প্রচলিত পুরনো পদ্ধতিতে অপারেশন করলে শতকরা ১০ ভাগ সম্ভবনা থাকে পুনরায় একই জায়গায় হার্নিয়া হওয়ার। কিন্তু দক্ষ হার্নিয়া সার্জনরা আধুনিক পদ্ধতি ও আন্তর্জাতিক গাইডলাইন অনুসরন করে অপারেশন করেন, যাতে পুনরায় হার্নিয়া হওয়ার সম্ভবনা মাত্র ১% এর কম। হার্নিয়া সেন্টার বাংলাদেশে সকল ধরনের হার্নিয়ার চিকিৎসা করা হয়। আমরা ওপেন ও এন্ডো-ল্যাপারোস্কোপি উভয় পদ্ধতিতেই ইনগুইনাল, আমবিলিকাল, ইনসিশনাল ও রিকারেন্ট হার্নিয়ার অপারেশন করি যা বর্তমান সময়ের সর্বাধুনিক পদ্ধতি। এ পদ্ধতিতে অপারেশন পরবর্তী ব্যথা কম হয়, দ্রুত সময়ে সুস্থ্য হওয়া যায় এবং পুনারায় হার্নিয়া হওয়ার সম্ভবনা খুবই কম। আমাদের সার্জন, চিকিৎসক ও অন্যান্য কর্মী সমন্বিত দলটি সর্ব্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর।
ডা. শোভন সাঈদ একজন ডেডিকেটেড হার্নিয়া সার্জন। বাংলাদেশের এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জনদের মধ্যে যারা শুধুমাত্র হার্নিয়া নিয়ে বিশেষভাবে কাজ করেন, উনি তার মধ্যে একজন। বড় এবং জটিল হার্নিয়া অপারেশন করার জন্য বিশেষ কিছু আধুনিক টেকনিক অবলম্বন করতে হয় যা আয়ত্ব করা সময়সাপেক্ষ ও অভিজ্ঞতালব্ধ। উনি এ ধরনের অপারেশনগুলো সময় নিয়ে দক্ষতার সাথে সম্পাদন করে থাকেন।
ডা. শোভন সাঈদ ঢাকা মেডিকেল কলেজ হতে ২০০৭ এ এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। উনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্জারি বিভাগে সেবা প্রদান করেছেন যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইত্যাদি। ২০১৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান ও সার্জনস্ হতে সার্জারি বিষয়ের সর্ব্বোচ্চ ডিগ্রী এফ.সি.পি.এস. অর্জন করেন।
ডা. শোভন সাঈদ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। ২০১০ সালে তিনি ২৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন এবং এখন পর্যন্ত ১০ টি স্টেশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকাতে কর্মরত আছেন।
সার্জারি বিষয়ে তার অবদান ও গবেষনার স্কীকৃতিস্বরূপ আমেরিকান কলেজ অফ সার্জনস্ ২০২০ সালে তাকে এফ.এ.সি.এস. পদবী প্রদান করেছে। তিনি ভারতের কুইমবাটরের জেম হাসপাতালে ‘এন্ডো-ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারির’ উপর ১ বছর ব্যপ্তি প্রশিক্ষন গ্রহন করেছেন এবং কলেজ অফ আমাসি তাকে ডিপ্লোমা ইন মিনিমাল একসেস সার্জারি (ডি.এম.এ.এস ইন হার্নিয়া সার্জারি) পদবী প্রদান করেছে। বর্তমানে তিনি এন্ডো-ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি নিয়ে বিশেষভাবে কাজ ও গবেষনা করে থাকেন ।
ডা. শোভন সাঈদ যথেষ্ট সময় নিয়ে রোগী দেখেন, চিকিৎসার যা যা অপশন আছে তা নিয়ে রোগীর সাথে আলোচনা করেন, যে অপারেশনটি রোগীর জন্য সবেচেয়ে ভালো হবে সেটা নির্নয় করেন এবং রোগীর অভিভাবকের সাথে পরামর্শ করে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেন।
যেসব হার্নিয়ার অপারেশন করা হয়
- ইনগুইনাল বা কুচকির হার্নিয়া
- ফিমোরাল হার্নিয়া
- ইনিসিশনাল বা অন্য অপারেশন পরবর্তী হার্নিয়া
- রিকারেন্ট বা পুনরায় হার্নিয়া
- আমবিলিকাল বা নাভির হার্নিয়া
- ডায়াসটেসিস রেকটি
- লাম্বার হার্নিয়া
- প্যারাস্টোমাল হার্নিয়া
- পেডিয়েট্রিক বা বাচ্চাদের হার্নিয়া।
যেসব অপারেশন করা হয়
ওপেন অথবা এন্ডো-ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার, মেস সহ বা মেস ছাড়া
হার্নিয়ার নাম | অপারেশনের নাম |
---|---|
Inguinal hernia surgery | TEP – Total extraperitoneal repair TAPP – Transabdominal preperitoneal repair Open Lichtenstein repair |
Femoral hernia surgery | TEP – Total Extraperitoneal repair TAPP – Transabdominal preperitoneal repair Open mesh repair |
Incisional hernia surgery | IPOM Plus – Intraperitoneal onlay mesh with closure of defect. eTEP RS +/- TAR – Extended Total Extraperitoneal rives stoppa repair with or without Transversus abdominis muscle release. Open Retrorectus mesh repair +/- TAR (Transversus abdominis muscle release). |
Umbilical hernia surgery | IPOM Plus – Intraperitoneal onlay mesh with closure of defect. eTEP RS +/- TAR – Extended Total Extraperitoneal rives stoppa repair with or without Transversus abdominis muscle release. Open Retrorectus mesh repair +/- TAR (Transversus abdominis muscle release). |
Diastasis recti or Divarication recti | Plication with mesh repair – Open and Laparoscopic |
Lumbar hernia surgery | IPOM Plus – Intraperitoneal onlay mesh with closure of defect. Open mesh repair +/- TAR (Transversus abdominis muscle release). |
Parastomal hernia surgery | Sugarbaker technique Open mesh repair |
Abdominoplasty |
অনলাইন কনসালটেশন
অনলাইনে রোগী দেখানো জন্য
হোয়াটসএ্যপ- ০১৭৩০২৫৯৪১১
সপ্তাহে প্রতিদিন (শুক্রবার ব্যতীত)
দুপুর ২.৩০ – ৪.০০ টা এবং রাত ০৯ – ১০ টা
সিরিয়াল / এপয়েন্টমেন্ট
ফোন করে ডাক্তারের সিরিয়াল নেয়া যায়।
প্রয়োজনে হটলাইনে আমাদের প্রতিনিধির সাহায্য নিন।
হটলাইন : ০১৭৩০২৫৯৪১১ (সকাল ৮টা হতে রাত ১০টা)
পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লি:
উত্তরা, ইউনিট ২
বাসা ২৫, রোড ৭, সেক্টর ৪, উত্তরা, ঢাকা ১২৩০
প্রতি বৃহস্পতিবার, রুম ৫০২, সন্ধ্যা ৬ – ৭ টা।
সিরিয়াল ০৯৬৬৬৭৮৭৮০৫, ০৯৬১৩৭৮৭৮০৫
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল
বাসা ২৬, রোড ১০/বি, সেক্টর ১১,
উত্তরা, ঢাকা ১২৩০
প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার, রাত ৭ – ৮ টা।
সিরিয়াল ০৯৬৪৩১০০৩০০
অনলাইন / ভিডিও কল (হোয়াটসঅ্যপ) কনসালটেশন
অনলাইনে রোগী দেখানোর জন্য ০১৭৩০২৫৯৪১১ (হোয়াটসএ্যপ)
সপ্তাহে প্রতিদিন (শুক্রবার ব্যতীত)
সময়: দুপুর ২.৩০ টা হতে ৪.০০ টা এবং রাত ০৯ টা হতে ১০ টা
বিস্তারিত তথ্যের জন্য: ০১৭৩০২৫৯৪১১ (সকাল ৮টা হতে রাত ১০টা)
ভিডিও কলের জন্য সিরিয়াল নেয়ার পদ্ধতি
১. প্রথমে ০১৭৩০২৫৯৪১১ নাম্বারে ফোন করে সিরিয়াল নিন । যে মোবইলে হোয়াটসঅ্যপ আছে সেই মোবাইল থেকে কল করবেন।
২. এই নাম্বারে (01730259411) কনসালটেশন ফিস বিকাশ (সেন্ড মানি) করুন। প্রথম সাক্ষাত: ৮০০ টাকা, রিপোর্ট দেখানো: ফিস নেই, দ্বিতীয় সাক্ষাত: ৫০০ টাকা (৩ মাস পর্যন্ত)।
৩. আপনার হোয়াটসঅ্যপ এ কনফারমেশন এস.এম.এস পাবেন। সেখানে ভিডিও কলের তারিখ ও সময় লেখা থাকবে।
৪. আপনার পূর্ববর্তী প্রেসক্রিপশন, পরীক্ষার কাগজপত্র ইত্যাদি যা যা ডক্তারেকে দেখাতে চান (যদি থাকে), সেগুলোর ছবি তুলে হোয়াটসঅ্যপ এ দিন।
৫. নির্ধারিত সময়ে প্রস্তুত থাকুন। আপনার সার্জন নির্ধারিত সময়ে আপনাকে কল দিবেন।
৬. ভিডিও কল শেষে হোয়াটসঅ্যপ এ প্রেসক্রিপশন পাবেন। কিছু জটিল রোগী ভিডিও কলে দেখা সম্ভব নয়, যাদেরকে চেম্বারে সরাসরি দেখার প্রয়োজন হয়। এসব রোগী চেম্বারে দেখা করে প্রেসক্রিপশন সংগ্রহ করবেন।
৭. বিস্তারিত তথ্যের জন্য: ০১৭৩০২৫৯৪১১ (সকাল ৮টা হতে রাত ১০টা)
৮. নানাবিধ কারনে সিডিউলড সময়ের পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আগেই জানানো হবে।